Select Page

ঈদের আগেই শাকিব খান

ঈদের আগেই শাকিব খান

77517_e3বিগত কয়েক বছর ধরে ঈদের ছবির মূল আকর্ষন শাকিব খান। এবার ঈদের আগেই মুক্তি পেয়ে যাচ্ছে শাকিব খানের একট ছবি। এফ আই মানিক পরিচালিত এই ছবির নাম দুই পৃথিবী’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছে অপু বিশ্বাস ও ছোট পর্দার অহনা। রোজা শুরু হওয়ার ১২ দিন আগে ৫ই জুন মুক্তি পাবে এই চলচ্চিত্র। রোজার আগেই শাকিব খানের ছবি মুক্তির বিষয়টি অনেককেই বিস্মিত করলেও ছবির পরিচালক বলেন, ঈদের আগেই আমরা ঈদ উৎসব শুরু করতে চাই।

তিনি বলেন, শাকিব খান এখনও নাম্বার ওয়ান। দীর্ঘদিন যাবৎ তার অভিনীত কোন বাণিজ্যিক ছবি মুক্তি পায়নি। সিনেমাপ্রেমী দর্শকরা শাকিব খানের একটি ভাল সিনেমা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। আমরা দর্শকদের অপেক্ষার অবসান ঘটানোর জন্যই ‘দুই পৃথিবী’ ৫ই জুন মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, এটি চমৎকার গল্পের ছবি। এ ধরনের ছবির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আমাদের বিশ্বাস, ‘দুই পৃথিবী’ শাকিব-ভক্তদের শুরু অপেক্ষারই অবসান ঘটাবে না, ঈদের আগেই চলচ্চিত্র ব্যবসাকে চাঙ্গা করে তুলবে। শাকিব খান বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন চিকিৎসার জন্য। দু-একদিনের মধ্যে তার দেশে ফেরার কথা। ফিরেই ঈদের ছবি এসএ হক অলিকের ‘আরো ভালবাসবো তোমায়’র ডাবিং করবেন।

এরপরেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’র শুটিং শুরু করবেন শাকিব খান। ‘আরো ভালবাসবো তোমায়’ এবং ‘লাভ ম্যারেজ’ এ ছবি দুটি এবারের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। ঈদে শাকিবের দুটি ছবি থাকায় ‘দুই পৃথিবী’ ঈদের আগেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এফ আই মানিক বলেন, আমাদের সিদ্ধান্ত যে সঠিক, সেটা ৫ই জুন প্রমাণ হবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares