Select Page

ঈদের জন্য চালু ৮০ হল

ঈদের জন্য চালু ৮০ হল

দর্শকের অভাবে ঢাকার বাইরে বেশকিছু সিনেমা হল বন্ধ থাকে সারা বছর। কিন্তু ঈদের সময় আসলে তারা সিনেমা হলগুলো খোলা রাখে। কারণ তখন দর্শক ৩-৪ দিন হলেও নতুন ছবি দেখতে যায়।  এ কারণে দুই ঈদ মিলে তিনমাস খোলা থাকবে ৮০ হল।

এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন মানবজমিনকে বলেন, ‘এখন সারা দেশে সিনেমা হলের সংখ্যা মোট ২১২টি। প্রতি বছরের মতো এবারের ঈদেও সারা দেশে বন্ধ থাকা ৮০টি সিনেমা হল চালু হবে। ঈদকে ঘিরেই বাড়ে এসব সিনেমা হল। রমজান ও কোরবানির ঈদে এসব সিনেমা হল লাভের আশায় চালু হয়। বলতে গেলে এক কথায় তিন মাসের জন্য বাড়তি ৮০ সিনেমা হল পায় দর্শক। দুই ঈদে এসব ছবি সিনেমা হলের মালিকরা চালানোর পর আবার সারা বছর হল বন্ধ রাখেন। কারণ নতুন ছবি এনে লোকসান করতে চান না তারা।’

এ দিকে অনুসন্ধানে জানা গেছে দর্শকের অভাবে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে যেসব সিনেমা হল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ঢাকার আজাদ, মানসী, আনন্দ, অভিসার, আগমন ও রাজমণি।


মন্তব্য করুন