Select Page

ঈদের দিনে ভালো রেসপন্স, শো বাড়ল সুড়ঙ্গ-প্রিয়তমার

ঈদের দিনে ভালো রেসপন্স, শো বাড়ল সুড়ঙ্গ-প্রিয়তমার

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার ঈদুল আজহায় জমজমাট ঢালিউড। অনন্ত জলিলের ‘ফেইক’ হাঁকডাক না থাকা এই ঈদে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’র মাঝে।

পরিবর্তিত রুচি, চাহিদা ও মিডিয়ার হাইপের কারণে আজকাল হাতেগোনা অল্পকটি মাল্টিপ্লেক্স হয়ে উঠেছে সিনেমার বাণিজ্য সূচক। এখন থেকে বাজেট উঠে না আসলেও মাল্টিপ্লেক্সে দর্শক যাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করে। সে দিক থেকে ঈদের পরদিন থেকে শো বাড়া দর্শকদের জন্য বড় খবর।

জানা গেছে, দর্শক চাহিদার কারণে আজ শুক্রবার (৩০ জুন) থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং আউটলেটে ‘সুড়ঙ্গ’-এর দুটি শো, এসকেএস টাওয়ারে তিনটি শো, সনি স্কয়ারে দুটি শো, সীমান্ত সম্ভারে দুটি শো বাড়ানো হয়েছে। সবমিলিয়ে স্টার সিনেপ্লেক্সের ৬টি ব্রাঞ্চে এই সপ্তাহে ২৭টি শো নিয়ে প্রদর্শিত হবে ‌‘সুড়ঙ্গ’। যা ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এই মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ। পরিচালক রায়হান রাফী গত ঈদুল আজহায়ও সিনেপ্লেক্সে নিজেকে প্রমাণ করেছিলেন।

শো বেড়েছে ‘প্রিয়তমা’রও। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং কমপ্লেক্স আউটলেটে বেড়েছে একটি শো। সব মিলিয়ে স্টার সিনেপ্লেক্সের ৪টি ব্রাঞ্চে আটটির পরিবর্তে নয়টি শো চলবে। এছাড়া ব্লকবাস্টার সিনেমাসেও বেড়েছে একটি শো। অর্থাৎ, প্রতিদিন চারটি প্রদর্শনীতে দেখা যাবে পরিচালক হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমাটি।

এছাড়া চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ মুক্তির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে ভালো সাড়া পেয়েছে।  


Leave a reply