Select Page

ঈদের ৭ ছবি

ঈদের ৭ ছবি

Big-Budget-1ঈদে মুক্তি পাচ্ছে ৭টি ছবি। এর মধ্যে ব্যাপক পরিসরে মুক্তি পাবে ৪টি।  এছাড়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাকি ৩টি ছবি টেলিভিশন প্রিমিয়ারসহ গুটিকয়েক হলে প্রদর্শিত হবে।

এর মধ্যে রয়েছে অনন্ত জলিল পরিচালতি ‘মোস্ট ওয়েলকাম টু’। মুনসুন ফিল্মস প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা, সোহেল রানা, মিশা সওদাগর, চম্পা, দিতি প্রমুখ।

শাকিব খান প্রযোজিত ছবি ‘হিরো- দ্য সুপারস্টার’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ববি, উজ্জ্বল, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

‘আই ডোন্ট কেয়ার’ ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন। অভিনয় করেছেন বাপ্পী, ববি, নিপুন, আলীরাজ, নূতন।

জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘হানিমুন’ পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। এতে অভিনয় করেছেন বাপ্পী, মাহি, সৈয়দ হাসান ইমাম, আহমেদ শরীফ প্রমুখ।

এদিকে, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘হেডমাস্টার’, ‘মুক্তি’, ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবি তিনটিও ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।

দিতি, সোহেল রানা, হেলাল খান অভিনীত ‘মুক্তি’ ছবিটি পরিচালনা করেছেন পিএ কাজল। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘হেড মাস্টার’ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, বন্যা মীর্জাসহ আরও অনেকে। কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ গল্প অবলম্বনে গীতালি হাসান পরিচালনা করেছেন ‘প্রিয়া তুমি সুখি হও’ ছবিটি। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস, শায়লা সাবি প্রমুখ।


২ টি মন্তব্য

মন্তব্য করুন