Select Page

ঈদে অনিশ্চিত ‘লিডার- আমিই বাংলাদেশ’

ঈদে অনিশ্চিত ‘লিডার- আমিই বাংলাদেশ’

বিগত এক যুগ ধরে ঈদের বাজারে রাজত্ব করে আসছিলেন শাকিব খান। একদম শেষ মুহূর্তেও তার ছবি মুক্তির নজির রয়েছে। এবারের ঈদুল আজহায় সেটা বোধহয় ঘটছে না।

কোরবানি ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তির কথা থাকলেও সেটি অনিশ্চিত হয়ে পড়েছে। গল্পের শুটিং, ডাবিং, এডিটিং সবকিছু শেষ হলেও সিনেমাটির গানের দৃশ্যের শুটিং এখনো বাকি থাকায় মুক্তি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মানবজমিন জানায়, গানের দৃশ্যের শুটের জন্য শাকিব খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসবেন কিনা তা নিশ্চিত করে কিছু বলছেন না। বেঙ্গল মাল্টিমিডিয়ার সিইও আশিকুর রহমান কোনোভাবেই অসম্পূর্ণভাবে ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সামাজিক সচেতনতামূলক গল্পে তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসিরসহ অনেকেই।

রোজার ঈদে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ ও ‘গলুই’ মুক্তি পায়। এর মাঝে সরকারি অনুদানের ‘গলুই’ মোটামুটি সাড়া পেলেও প্রথমটি একদমই ব্যর্থ।


মন্তব্য করুন