Select Page

ঈদে ‘কি প্রেম দেখাইলা’

ঈদে ‘কি প্রেম দেখাইলা’

image_57275_0বাপ্পী আর আঁচল দুইজনেই এই প্রজম্মের সম্ভাবনাময় তারকা। তারা প্রথমবারের মতো পর্দায় হাজির হয়েছিলেন ‘জটিল প্রেম‘ ছবির মাধ্যমে।  ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় তার এবারের ঈদে হাজির হচ্ছেন নতুন ছবি নিয়ে। ছবির নাম ‘কি প্রেম দেখাইলা’।

রোমান্টিক ঘারাণার ছবিটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম। র্দীঘদিন পর এই ছবির মাধ্যমে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন ববিতাআলীরাজ

মাস কয়েক আগে প্রযোজনা সূত্রে জানা গিয়েছিল ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে। সেখান থেকে পিছিয়ে এখন ঈদে মুক্তি পাচ্ছে। ছবিটি এরই মধ্যে প্রায় ৩০টি হলের বুকিং মানি হাতে পেয়েছে।

ছবিটি নিয়ে বাপ্পী ও আঁচল দুজনেই আশাবাদী।


মন্তব্য করুন