Select Page

ঈদে ‘গাড়িওয়ালা’, আরো পুরস্কার

ঈদে ‘গাড়িওয়ালা’, আরো পুরস্কার

1920407_10153357766205410_8824811874384816814_nঅবশেষে দেশের দর্শকরা দেখতে পাবে ‘গাড়িওয়ালা’। ঈদুল আজহায় মুক্তি পাবে আশরাফ শিশির পরিচালিত গাড়িওয়ালা। সেই সঙ্গে ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হবে চ্যানেল আইয়ে।

সিনেমাটি ১৫টি দেশে ৫০টির বেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। সে প্রাপ্তি এখনো অব্যাহত আছে। চলতি মাসের শুরুতেই অংশ নেয় ৬টি উৎসবে। আর শেষ দিকে যাবে ভারতে অনুষ্ঠিত একটি উৎসবে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য ‘নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ পেয়েছে তিনটি পুরস্কার। এতে রয়েছে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ হিসেবে পুরস্কার। পাশাপাশি রোকেয়া প্রাচী শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব) ও শেখ মারুফ শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার জিতেছেন।

পরিচালক আশরাফ শিশির ও রোকেয়া প্রাচী উৎসবে যোগ দিতে কলকাতা যাবেন। ২৫ সেপ্টেম্বর (ঈদের দিন) উৎসবে প্রদর্শিত হবে গাড়িওয়ালা।


মন্তব্য করুন