Select Page

ঈদে চ্যানেল আইয়ে ছয় ছবির প্রিমিয়ার

ঈদে চ্যানেল আইয়ে ছয় ছবির প্রিমিয়ার

ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আইয়ে ছয় সিনেমার প্রিমিয়ার হবে। এর মধ্যে রয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। এছাড়া প্রচার হবে হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’।

‘ভালোবাসার রাজকন্যা’ ছাড়া প্রতিটি সিনেমায় প্রচার হবে সকাল সোয়া ১০টায়।

নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’ দেখা যাবে ঈদের দিন। রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার রাজকন্যা’ প্রচার হবে একই দিন দুপুর আড়াইটায়।

তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ থাকছে দ্বিতীয় দিন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’ তৃতীয় দিন।

হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ দেখবেন ঈদের চতুর্থ দিন। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু’র ‘আলফা’ দেখা যাবে পঞ্চম দিন। এছাড়া সরকারি অনুদানে নির্মিত মৃত্তিকা গুন পরিচালিত ‘কালো মেঘের ভেলা’ দেখা যাবে ঈদের ষষ্ট দিন।


মন্তব্য করুন