Select Page

ঈদে চ্যানেল আইয়ে ৫ ছবি

ঈদে চ্যানেল আইয়ে ৫ ছবি

chuye dile mon

ঈদুল ফিতরের সাতদিনের বিশেষ অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে হবে ৪ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। এছাড়া প্রেক্ষাগৃহে  প্রদর্শনী হয়নি এমন একটি ছবিও থাকছে।

ঈদের দিন দুপুর আড়াইটায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে পল্লীকবি জসীম উদ্দীনের ‘আয়না’ গল্প অবলম্বনে সুমন ধর পরিচালিত ছবি ‘দর্পন বিসর্জন’।

অন্য ছবিগুলো হলো ‘ছুঁয়ে দিলে মন’, ‘ব্ল্যাক’, ‘লালচর’ ও ‘মন জানে না মনের ঠিকানা’। প্রতিটি সিনেমা প্রচার হবে সকাল সাড়ে ১০টায়।

শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন। অভিনয় করেছেন আরিফিন শুভ, জাকিয়া বারী মম, আলীরাজ ও মিশা সওদাগর।

তৃতীয় দিন প্রচার হবে কামাল মোহাম্মদ কিবরিয়া ও রাজা চন্দ পরিচালিত যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’। অভিনয় করেছেন সোহম ও বিদ্যা সিনহা মীম।

সরকারি অনুদানের ‘লালচর’ প্রদর্শিত হবে ঈদের পঞ্চম দিন। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ও নাদের চৌধুরীর পরিচালনায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মোহনা মিম।

মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ প্রচার হবে ষষ্ঠ দিন। অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, পরী মনি, ইরফান সাজ্জাদ প্রমুখ।

এছাড়া থাকছে ঈদের চতুর্থদিন থাকছে বিদেশি সিনেমা ‘গালিভার ট্রাভেলস’র ডাব ভার্সন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares