Select Page

ঈদে নাগরিক টিভিতে ৩৫ সিনেমা

ঈদে নাগরিক টিভিতে ৩৫ সিনেমা

ঈদুল ফিতরে নাগরিক টিভি প্রচার করবে ৩৫টি সিনেমা। এর মধ্যে আছে একাধিক জনপ্রিয় বাংলা সিনেমা। দেশের খ্যাতনামা চিত্রতারকারা অভিনয় করেছেন এসব ছবিতে।

ঈদের দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে সবার উপরে প্রেম। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে টাকার চেয়ে প্রেম বড়। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে অপু বিশ্বাসকে। শাকিব-অপু বাংলা সিনেমার শেষ জনপ্রিয় জুটি। বেলা ১টায় প্রচার হবে জজ ব্যারিস্টার কমিশনার। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বিউটি কুইন পূর্ণিমাকে। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ঢাকা অ্যাটাক। ঢাকা অ্যাটাকে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এ সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে তাসকিন রহমানকে। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে তোমাকে বউ বানাবো। ঈদের দিনের শেষ সিনেমায়ও দেখা যাবে শাকিব খান ও শাবনূরকে

ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে শাকিব খান ও সাহারা অভিনীত রুখে দাঁড়াও। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে শাকিব খান ও শাবনূরের ফুল নেব না অশ্রু নেব। বেলা ১টায় প্রচার হবে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ওয়ার্নিং। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে রাজা ৪২০। এ সিনেমায় দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাসকে। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে মান্না-মৌসুমী অভিনীত তাণ্ডবলীলা।

ঈদের তৃতীয় দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ভালবাসার দুশমন। এ সিনেমায় নায়ক মান্নার সঙ্গে দেখা যাবে শাবনূর ও শাকিব খানকে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে শাকিব খান-পূর্ণিমা জুটির মা আমার স্বর্গ। বেলা ১টায় প্রচার হবে ফুল অ্যান্ড ফাইনাল। ববির সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসবেন শাকিব খান। বিকাল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে রিয়াজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা সুইট হার্ট। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে তুমি স্বপ্ন তুমি সাধনা। শাকিব খানের স্বপ্ন সাধনা হয়ে দেখা দেবেন অপু বিশ্বাস।

ঈদের চতুর্থ দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে শাকিব খান-সাহারা অভিনীত সিনেমা নষ্ট ছাত্র। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বলবো কথা বাসর ঘরে। আবারো শাবনূরকে নিয়ে হাজির হবেন শাকিব খান। বেলা ১টায় প্রচার হবে বিগ ব্রাদার। মাহিয়া মাহির সঙ্গে দেখা যাবে শিপন মিত্রকে। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে শাকিব-অপু জুটির আমাদের ছোট সাহেব। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে মাস্তানের উপর মাস্তান। নায়ক মান্নার সঙ্গে দেখা যাবে প্রিয়দর্শিনী মৌসুমীকে।

ঈদের পঞ্চম দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে মান্না মৌসুমী অভিনীত বাস্তব সিনেমাটি। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ওরা দালাল। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার রচনা ব্যানার্জি। বেলা ১টায় প্রচার হবে স্বামীর সংসার। শাকিব খানের সঙ্গে গোপনে সংসার করা অপু বিশ্বাসকে দেখা যাবে এ সিনেমায়। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে গুন্ডা দ্য টেররিস্ট। এ সিনেমায় বাপ্পী চৌধুরীর সঙ্গে দেখা যাবে আঁচলকে। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে মন যেখানে হূদয় সেখানে। এ সিনেমায়ও দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাসকে।

ঈদের ষষ্ঠ দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে রাজধানীর রাজা। শাকিব খানের সঙ্গে দেখা যাবে কেয়াকে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে মান্না-মৌসুমী অভিনীত প্রশংসিত সিনেমা বর্তমান। বেলা ১টায় প্রচার হবে শাকিব সাহারার সাহেব নামের গোলাম। সন্ধ্যা ৪টা ৩০ মিনিটে প্রচার হবে শাকিব-অপুর যদি বউ সাজোগো। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলার বউ। বাংলার বউ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস-মৌসুমী।

ঈদের সপ্তম দিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে বস্তির রানি সুরিয়া (শাকিব খান-পপি)। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে দুশমন দরদী (শাকিব-পূর্ণিমা)। বেলা ১টায় প্রচার হবে বিয়ে বাড়ি (শাকিব খান-রুমানা-সাহারা)। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (শাকিব খান-অপু)। রাত ১১টা ১৫ মিনিটে স্বপ্নের বাসর সিনেমার মাধ্যমে শেষ হবে নাগরিক টিভির বিশেষ ঈদ আয়োজনের ৩৫ সিনেমা। স্বপ্নের বাসর সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও শাবনূর।


মন্তব্য করুন