Select Page

ঈদে পূর্ণিমার মুক্তি না পাওয়া ছবি, সাথে মাহফুজ-পপি

ঈদে পূর্ণিমার মুক্তি না পাওয়া ছবি, সাথে মাহফুজ-পপি

পূর্ণিমাকে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এত দিন জানা ছিল, ‘ছায়া-ছবি’ নামের একটি সিনেমা ছাড়া এ নায়িকা অভিনীত সব সিনেমায় মুক্তি পেয়েছে। এবার ইমপ্রেস টেলিফিল্ম দিল নতুন তথ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পূর্ণিমা অভিনীত মুক্তি পাওয়া একটি সিনেমা ঈদুল আজহায় দেখা যাবে চ্যানেল আই-এর পর্দায়।

সিনেমাটির নাম ‘সাদা কালো’। পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। আরো অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও পপি।

সম্প্রতি সিনেমাটির খবর প্রকাশ হলে অনেকেই বলছেন, পুরনো টেলিছবি সিনেমা আকারো প্রচার হচ্ছে কি-না। আবারো কারো কারো মতে, অসমাপ্ত ছবি দেখানো হচ্ছে।

তবে এ নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‘সাদা কালো’ চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে ঈদুল আজহার ৬ষ্ঠদিন সকাল সোয়া ৬টায়।

এদিকে সম্প্রতি ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ শিরোনামের দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় তার নায়ক হিসেবে আছেন ফেরদৌস।


Leave a reply