Select Page

ঈদে বাংলাভিশনে ৬ সিনেমা

ঈদে বাংলাভিশনে ৬ সিনেমা

salman shah kotha inner pic-2

বাংলাভিশন ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। চ্যানেলটি প্রচার করবে ৬টি সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে সিনেমাগুলো প্রচারিত হবে।

ঈদের দিন প্রচার হবে শাকিব খান, অপু বিশ্বাস ও সিলভী অভিনীত ‘বলো না কবুল’। দ্বিতীয় দিন প্রচার হবে ফেরদৌস ও শাবনূর অভিনীত ‘বউ শাশুড়ির যুদ্ধ’। তৃতীয় দিন প্রচার হবে শাকিব খান ও অপু বিশ্বাসের ‘যদি বউ সাজোগো’। চতুর্থ দিন প্রচার হবে রিয়াজ ও পূর্ণিমার ‘জীবনের চেয়ে দামী’। পঞ্চম দিন দেখবেন সালমান শাহ ও শাবনূরের ‘স্বপ্নের ঠিকানা’। ষষ্ট দিন প্রচার হবে শাকিব খান ও শাবনূরের ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’।


মন্তব্য করুন