Select Page

উদীচীর নাটক বৌবসন্তি এর প্রদর্শনী

বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে সোমবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে বৌবসন্তি নাটকের ৫৪ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন ড. রতন সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

নাটকের সময়কাল ১৯৭১ সাল। পূর্ব পাকিস্তানে নাটকের আরম্ভ আর বাংলাদেশে এসে সমাপ্তি। যখন পূর্ব পাকিস্তান ছিল তখনও স্বাধিকার প্রমত্ত বাঙালি ছিল। আর যখন বাংলাদেশ তখনও বাঙালির মধ্যে লুকিয়ে আছে কতিপয় স্বাধীনতা বিরোধী। এই রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে কোনো এক গ্রামীন জনপদের জীবন বৈচিত্র প্রকাশ পেয়েছে নাটকে।

প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।


মন্তব্য করুন