Select Page

এই ২৪ হলে ‘হাওয়া’

এই ২৪ হলে ‘হাওয়া’

ঘোষিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র প্রথম সপ্তাহের হল তালিকা। ২৯ জুলাই থেকে ২৪টি হলে দর্শক সিনেমাটি দেখতে পাবে।

চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাফিজা তুষি ও সোহেল মন্ডলের সিনেমাটির মাধ্যমে সিলেটবাসী পেতে যাচ্ছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহে। গ্র্যান্ড সিনেপ্লেক্স নামের পর্দাটি এর আগে সংশ্লিষ্ট হোটেলের অতিথিদের জন্য চালু ছিল, যেখানে শুধু বিদেশি ছবি প্রদর্শিত হবে।

রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলী ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে রেকর্ড ২৭টি শো পেয়েছে।

ঢাকার বাইরে দেখা যাবে সিলভার স্ক্রিন, সুগন্ধা, সিনেমা প্যালেস (চট্টগ্রাম), গ্র্যান্ড সিনেপ্লেক্স (সিলেট), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন, মম ইন (বগুড়া), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ, লিবার্টি (খুলনা), বর্ষা (গাজীপুর), শাপলা (রংপুর) ও রূপকথা (পাবনা)।

এ দিকে সারাদেশে এখনো রমরমিয়ে চলছে ঈদের সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এ ছাড়া আতাশ জমজমের ‘দিন দ্য ডে’ও চলছে বেশ কিছু হলে।


মন্তব্য করুন