Select Page

একক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমন

একক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমন

Emonচিত্রনায়ক ও মডেল ইমন এখন থেকে গুলশান ২ এর ৪৪ নং রোডে অবস্থিত ‘মেনজ বাংলাদেশ’ প্রিমিয়ার সেলুনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেছেন। এর আগে যৌথভাবে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলেও এবারই প্রথম একক হিসেবে কাজ শুরু করলেন ইমন।

ইমন কিছুদিন আগে ‘পায়রা‘ ছবির শ্যুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। শেষ করেছেন ‘ভুল যদি হয়‘ ছবির কাজ। শ্যুটিং চলছে ‘পদ্ম পাতার জল‘ চলচ্চিত্রের।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন