Select Page

‘একটি সিনেমার গল্প’র সঙ্গে বাংলাঢোল

‘একটি সিনেমার গল্প’র সঙ্গে বাংলাঢোল
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র পরিচালনা করেছেন বিশিষ্ট অভিনেতা আলমগীর। ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে ১৩ এপ্রিল।

আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে এবার যুক্ত হলো দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড। ‘একটি সিনেমার গল্প’-এর এক্সক্লুসিভ ডিজিটাল কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে বাংলাঢোল। ১১ মার্চ দুপুরে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আলমগীর বলেন, ‘এখন তো প্রচারের যুগ, প্রচারেই প্রসার। আমার বিশ্বাস, বাংলাঢোলের মাধ্যমে আমার ছবির গান ও সংশ্লিষ্ট বিষয়গুলো দর্শক জানতে পারবেন। বাংলাঢোল আর আইকন এন্টারটেইনমেন্ট ভবিষ্যতেও একসাথে কাজ করবে।’
জানা যায়, অচিরেই ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে অনলাইনে উন্মুক্ত করা হবে গানগুলো। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।
‘একটি সিনেমার গল্প’তে আলমগীরের পাশাপাশি অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।


মন্তব্য করুন