Select Page

একুশে ফেব্রুয়ারিতে ‘শুনতে কি পাও’

একুশে ফেব্রুয়ারিতে ‘শুনতে কি পাও’

indexকিছু চলচ্চিত্র মুক্তির আগেই দেশ-বিদেশে আলোচনার ঝড় তোলে। তেমনি ছবি তরুণ নির্মাতা কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও’। এরই ভেতরে ছবিটি প্যারিস, মুম্বাইসহ একাধিক ফেস্টিভ্যালে সম্মাননা পেয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে দেশে।

মহান একুশে ফেব্রুয়ারিতে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘শুনতে কি পাও!’ এ ছাড়া একই সাথে ছবিটির সম্মাননা ও এর স্থির চিত্রসহ বিভিন্ন সুভ্যেনিওরও প্রদর্শিত হবে। ইতিমধ্যে ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

সুন্দরবনের কোলে অবস্থিত এক ছোট্ট গ্রামের গল্প নিয়ে তৈরি এই ছবি প্রসঙ্গে নির্মাতা কামার আহমাদ সাইমন সংবাদমাধ্যমকে জানান, ‘আমি দেশকে তুলে ধরেছি আমার ঢঙে। অনেকেই এটাকে বিভিন্ন বিখ্যাত কাজের সাথে তুলনা করছে। তবে আমি বলব এই ছবিটি সাধারণ দর্শকদেরও আপ্লুত করবে।’


মন্তব্য করুন