Select Page

এক ছবিতে মাহি-পরী মনিকে চান আফসারী

এক ছবিতে মাহি-পরী মনিকে চান আফসারী

কিছুদিন আগে ‘এক কয়েদির ডায়েরি’ শিরোনামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন মালেক আফসারী। এ ছবিতে জায়েদ খানের বিপরীতে চান মাহি ও পরী মনিকে। খবর এনটিভি অনলাইন।

‘রক্ত’ নায়িকা এরই মধ্যে এই নতুন ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। এখন মাহি রাজি হলেই ছবিটি নির্মাণ করবেন। রোববার ঢাকার উত্তরায় অনুষ্ঠিত ‘অন্তর জ্বালা’ ছবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিচালক।

মালেক আফসারী বলেন, ‘আমি ছবি নিয়ে যতক্ষণ সন্তুষ্ট না হই, ততক্ষণ আমি ছবি নির্মাণ করি না। আমি যতগুলো ছবি নির্মাণ করেছি তারচেয়ে বেশি ছেড়েছি। কারণ ব্যাটে-বলে না হলে আমি ছবি নির্মাণ থেকে সরে দাঁড়াই। এই ‘অন্তর জ্বালা’ ছবির সব পাত্রপাত্রীকে আমি গল্পের প্রয়োজনে নিয়েছি এবং চরিত্র অনুযায়ী ব্যবহার করেছি।’

তিনি বলেন, ‘পরী এরই মধ্যে আমাকে বলেছে, আমার ছবিতে একটি পাসিং শটও যদি দিতে হয় তিনি দেবেন। মাহির সাথে আমার এই বিষয়ে এখনো কথা হয়নি। তিনি যদি রাজি থাকেন তা হলেই শুধু আমি ছবিটি নির্মাণ করব। মাহি রাজি না থাকলে এই ছবিটি আমি আর নির্মাণ করব না। অন্য গল্প নিয়ে ছবি নির্মাণ করার চিন্তা করব।’


মন্তব্য করুন