Select Page

এক ঝলকে মন কাড়ল ‘টুপটাপ চুপচাপ’ (ভিডিও)

এক ঝলকে মন কাড়ল ‘টুপটাপ চুপচাপ’ (ভিডিও)

ঢাকা অ্যাটাক’-এর প্রথম গানের জন্য অনেকদিন অপেক্ষা করছেন দর্শক। অতিপ্রতীক্ষিত গানটি প্রকাশ হলো মঙ্গলবার, তবে এক মিনিটের প্রোমো। তাতেই মন কাড়ল।

এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমার গানে কণ্ঠ দিলেন বলিউডের অরিজিৎ সিং। সাথে আছেন সোমলতা।

‘টুপটাপ চুপচাপ’ শিরোনামের গানটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহি। দৃশ্যায়ন হয়েছে মালয়েশিয়ার চমৎকার লোকেশনে। দুই তারকার রসায়ন এক ঝলকেই মন কাড়ার মতো। আর এটি হতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ছাড়ার পর মাহির বড় বাজেটের প্রথম সিনেমা। মনে হচ্ছে তার সদ্ব্যবহার করেছেন এ নায়িকা। আর শুভও নিজেকে জানান দিয়েছেন দারুণভাবে।

কলকাতার জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় গানটি লিখেছেন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। শিগগিরই আসছে পুরো গানটি।

পুলিশ কর্মকর্তা সানী সানোয়ারের গল্পে নির্মিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। পরিচালনায় আছেন দীপঙ্কর দীপন। আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটির এটি তৃতীয় ছবি। আরো আছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন, আলমগীর, আফজাল হোসেন, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান প্রমুখ। মুক্তি পাবে ৬ অক্টোবর।


মন্তব্য করুন