Select Page

বৃদ্ধাশ্রমে এক পৃথিবী প্রেম

বৃদ্ধাশ্রমে এক পৃথিবী প্রেম

Ek prithibi premএস এ হক অলীকের চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম‘ এর শ্যুটিং শুরু হয়েছে গত ১ ডিসেম্বর থেকে। গত ৯ ডিসেম্বর থেকে রাজধানীর অদূরে মাওনায় শুরু হয়েছে চলচ্চিত্রের মূল পর্বের শ্যুটিং।

চলচ্চিত্রের প্রয়োজনে একটি বাড়িকে বৃদ্ধাশ্রমে রূপ দেয়া হয়েছে। বৃদ্ধাশ্রমের পাঁচ বাসিন্দা হলেন সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, এটিএম শামসুজ্জামান এবং শর্মিলী আহমেদ। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র হলেও গল্পের প্রয়োজনে ছবিতে পাঁচ বৃদ্ধের গল্প তুলে ধরা হবে। এই পাঁচজনের মধ্যে চারজন একসময় বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে যায়, তারপর কোথাও শান্তি না পেয়ে আবার ফিরে আসে বৃদ্ধাশ্রমে।

‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক এসএ হক অলিক নিজেই। চলচ্চিত্রটিতে চিত্রনায়িকা আইরিনের বিপরীতে আছেন নবাগত নায়ক আসিফ নূর


মন্তব্য করুন