Select Page

বলাকায় মুক্তিযুদ্ধের ৭ চলচ্চিত্র

বলাকায় মুক্তিযুদ্ধের ৭ চলচ্চিত্র

Film

বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্সেটাইল মিডিয়া নিবেদিত ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব-২০১৪’। ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই উৎসব। চলচ্চিত্র উৎসবটি আয়োজন করছে ঢুলি কমিউনিকেশনস।

উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৯ ডিসেম্বর শুক্রবার বলাকা সিনেওয়ার্ল্ডে উৎসবের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে চারজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে।

‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব-২০১৪’ প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। বিজয়ের উচ্ছ্বাস ছড়াতেই আমাদের এ আয়োজন। তারকাখচিত জমকালো এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য ৭টি চলচ্চিত্র। প্রজন্ম থেকে প্রজন্মে বিজয়গাথা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’

উৎসবে ১৯ ডিমেম্বর ‘ওরা ১১ জন’, ২০ ডিসেম্বর ‘আগুনের পরশমণি, ২১ ডিসেম্বর ‘আমার বন্ধু রাশেদ’, ২২ ডিসেম্বর ‘জয়যাত্রা’, ২৩ ডিসেম্বর ‘গেরিলা’, ২৪ ডিসেম্বর ‘মেঘের পরে মেঘ’ ও ২৫ ডিসেম্বর ‘মাটির ময়না’ প্রদর্শিত হবে।

 


মন্তব্য করুন