Select Page

এক সিনেমায় প্রসেনজিৎ-শাকিব

এক সিনেমায় প্রসেনজিৎ-শাকিব

ঢাকা-কলকাতায় জমিয়ে অভিনয় করছেন শাকিব খান। এবার কলকাতার নায়ক প্রসেনজিতের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তিনি, তাও দেশীয় সিনেমায়। আর পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপঙ্কর দীপন

নতুন সিনেমা ‘ডু অর ডাই’র মাঝে আরেকটি নাম ঠিক না হওয়া সিনেমার ঘোষণা দেন দীপন। মাস কয়েক আগেই কলকাতায় গিয়ে সেই ছবির জন্য প্রসেনজিৎকে প্রস্তাব দেন। শোনা যাচ্ছে, পারিশ্রমিক সংক্রান্ত আলোচনা এখনো সুরাহা হয়নি।

ওই ছবিতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করবেন পরী মনি। তার বিপরীতে থাকতে পারেন শাকিব খান।

ইতোমধ্যে দীপঙ্কর দীপন গণমাধ্যমকে জানান, শাকিব খানের সঙ্গে আলাপ চলছে। এখনো নিশ্চিত হয়নি কিছু।

অন্যদিকে শোনা যাচ্ছে, গেল শুক্রবার রাতে একটি দেশীয় প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। পারিশ্রমিক নিচ্ছেন ৬০ লাখ টাকা। এর পরপরই গুজব উঠে দীপনের সিনেমার জন্য এত পারিশ্রমিক পাচ্ছেন কিং খান।

তবে একটি সূত্র জানিয়েছে, দীপনের সিনেমার পারিশ্রমিক এখনো চূড়ান্ত হয়নি। এরই মাঝে ভারতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’ শুটিং-এ স্কটল্যান্ড পাড়ি জমিয়েছেন নায়ক।


মন্তব্য করুন