‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে বছর শুরু
বছরের তৃতীয় শুক্রবার মুক্তি পেল নতুন কোনো বাংলা সিনেমা। ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ ’। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন আউটলেটে প্রতিদিন ১৪টি শো থাকছে এ সিনেমার।

গত বছরের শেষ সিনেমা হিসেবে ২৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সে সময় মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা ও প্রযোজক। ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। একই দিনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।
সিনেমার গল্পে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, রাজনৈতিক পরিবর্তন এবং যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার নানা প্রসঙ্গ তুলে এনেছেন নির্মাতা আহমেদ হাসান সানি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলম প্রমুখ। প্রযোজনায় খালিদ মাহমুদ তূর্য।

একই দিনে আরেকটি চলচ্চিত্র মুক্তি পেল স্টার সিনেপ্লেক্সে। বিদেশি সিনেমা হলেও এর সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুলতানাস ড্রিম’ সিনেমাটি। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। জিতেছে পুরস্কার।






