Select Page

এবার পরিচালনায়

এবার পরিচালনায়

joya-ahsan

অনেকদিন অভিনয় করেছেন। তার বেশির ভাগ কাজই ব্যতিক্রমধর্মী। কারণ চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এ অভিনেত্রী। এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। হ্যাঁ, পরিচালনায় আসছেন জয়া আহসান

আগ বাড়িয়ে সংবাদমাধ্যমকে এতদিন কিছু জানাননি ঢাকা-কলকাতায় ব্যস্ত সময় পার করা এ অভিনেত্রী। সরকারি অনুদানের প্রাথমিক তালিকায় রয়েছে তার সিনেমা ‘দেবী’র নাম।

সিনেমাটির নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী কালের কণ্ঠকে বলেন, ‘প্রথম ছবি বলে কথা। একটু অন্য ঘরানার গল্প পছন্দ করেছি। ভক্তরা কী চায় সেটা ১০ বছর ধরে অনুধাবন করার চেষ্টা করেছি। তাদের কথা মাথায় রেখেই এ গল্প বাছাই করেছি। তবে নিজে অভিনয় করব কি না সেটা নিয়ে ভাবিনি। সময় হলে সংবাদ সম্মেলন করেই ছবির আদ্যোপান্ত সবাইকে জানিয়ে দেব।’

চলতি মাসের শেষ সপ্তাহে অনুদান ঘোষণা করা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মন্তব্য করুন