Select Page

এশিয়া প্যাসিফিকে দুই ক্যাটাগরিতে মনোনীত ‘টেলিভিশন’

এশিয়া প্যাসিফিকে দুই ক্যাটাগরিতে মনোনীত ‘টেলিভিশন’

2_20912এশিয়া প্যাসিফিক অঞ্চলের সর্বোচ্চ পুরস্কার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘টেলিভিশন‘। ১২ নভেম্বর সংবাদ সম্মেলন করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা দেওয়া হয়। সেখানে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত বাংলাদেশের এ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্য ক্যাটাগরিতে মোট দুটি মনোনয়ন পেয়েছে বলে জানানো হয়। সেই সূত্র ধরে গতকাল এক সংবাদ সম্মেলনে এই সংবাদের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন ছবির নির্মতা ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী।

এ বছর পুরস্কারের জন্য ৪১টি দেশের ২৩০টি ছবি প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে রয়েছে কান, ভেনিস কিংবা বার্লিনে সাড়া জাগানো ছবি। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো ওংকার ওয়াইয়ের ‘গ্র্যান্ড মাস্টার’, আসগার ফারহাদির ‘দ্য পাস্ট’, জাফর পানাহীর ‘ক্লোজড কার্টেন’, কিম কি দুকের ‘মিবিয়াস’, হিরোকাজু কোরিয়াদার ‘লাইক ফাদার লাইক সান’, অনুরাগ কাশ্যপের ‘আগলি’, রিতেশ বাত্রার ‘লাঞ্চ বক্স’ ইত্যাদি। এ বছর সর্বোচ্চ তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে হানি আবু আসাদের ‘ওমর’। ‘টেলিভিশন’ ছবির পাশাপাশি দুটি করে মনোনয়ন পেয়েছে আসগার ফারহাদির ‘দ্য পাস্ট’ ও হিরোকাজু কোরিয়াদার ‘লাইক ফাদার লাইক সান’।


মন্তব্য করুন