Select Page

এ সপ্তাহের ছবি: ‘দাবাং’

এ সপ্তাহের ছবি: ‘দাবাং’

7313_e7নতুন বছরের প্রথম ছবি হিসেবে দর্শকদের সামনে এসেছে আজাদ খান পরিচালিত ‘দাবাং’। মনোয়ারা ফিল্মসের পরিবেশনায় প্রায় ৭০টি প্রেক্ষাগ্রহে মুক্তি দেয়া হয়েছে ‘দাবাং’।

এতে অভিনয় করেছেন জায়েদ খান, নবাগতা বিন্দিয়া, লিটন, রাভিনা উর্মিলা, গাঙ্গুয়া, শানুশিবা, টিটু, নাদিম প্রমুখ। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র দর্শকদের সামনে প্রথমবারের মতো এলেন প্রয়াত প্রযোজক নাজিমউদ্দিন চেয়ারম্যানের আবিষ্কার বিন্দিয়া। সেই সঙ্গে বেশ কিছু ছবির সফল ভিলেন লিটন আত্মপ্রকাশ করেছেন নায়ক হিসেবে। আর সিনেমার নতুন বছর শুরু হয়েছে নায়ক জায়েদ খানের ছবি দিয়ে।

তবে চলচ্চিত্রটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু বির্তক ওঠেছে। ফেসবুকে বিভিন্ন নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে। বিশেষ করে চলচ্চিত্রটির পোস্টারকে অনেক অশ্লীল বলছেন। একই সঙ্গে অভিযোগ  ওঠেছে ছবিটি হিন্দি দাবাংয়ের নকল।


মন্তব্য করুন