Select Page

কলকাতার ছবিতে আগ্রহী পপি

কলকাতার ছবিতে আগ্রহী পপি

popiগেল বছরের শেষ দিকে পপি অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। জাকির খান পরিচালিত এবং ফেরদৌস ও নিরবের সাথে অভিনীত এই চলচ্চিত্রের নাম ‘চার অক্ষরে ভালবাসা‘। নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করতে চান পপি। ওপার বাংলার ছবিতেও কাজের আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি মানবজমিনকে বলেন, চলতি বছরে কমপক্ষে দু’টি ভাল গল্পের চলচ্চিত্রে কাজ করতে চাই। যে চলচ্চিত্রগুলোর গল্পে এবং আমার চরিত্রে থাকবে  বৈচিত্র্য। সেই সঙ্গে বিশেষ বিশেষ দিবসে কিংবা ভাল স্ক্রিপ্ট পেলে নাটক কিংবা টেলিফিল্মেও কাজ করতে চাই। কিন্তু ধারাবাহিক নয়। তবে আমার খুব ইচ্ছা কলকাতার একটি চলচ্চিত্রে হলেও কাজ করার। কারণ, সেখানে এখন বিগ বাজেটে ভাল চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আমাদের অনেকেই সেখানে এখন কাজ করছেন।

উল্লেখ্য, পপি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অনিয়মিত রয়েছেন। এখন হাতে অল্প কিছু আটকে থাকা কাজ ছাড়া অন্য কোন কাজ নেই।


মন্তব্য করুন