Select Page

কলকাতার দুই পরিচালকের সিনেমায় শুভ

কলকাতার দুই পরিচালকের সিনেমায় শুভ

 

অরিন্দম শীলের সঙ্গে আরিফিন শুভ’র বৈঠকের খবর ঢালিউড দর্শকদের অজানা নয়। সেই কথা শুভ ও নামি এ নির্মাতা নিজেই জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, অরিন্দমের নতুন সিনেমার নায়ক হচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা।

এবার জানা গেল, শুধু অরিন্দম নন আরো একজন টালিউড নির্মাতার নায়ক তালিকায় আছেন শুভ।
এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন শুভ। সাধারণত আলোচনা চূড়ান্ত না হলে তিনি প্রকাশ করেন না। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় জানিয়েছেন অরিন্দমের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে।

তবে দ্বিতীয় সিনেমাটি নিয়ে কিছুই জানা যায়নি।

এদিকে সারাবাংলা ডটনেটকে অরিন্দম বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশের একটি ছবি পরিচালনা করছি। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না।’

ছবিটি নির্মিত হবে জনপ্রিয় কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে। অরিন্দম শীল এ খবর বিস্তারিত জানাবেন ২০ জানুয়ারি। ওইদিন ঢাকায় আসবেন তিনি, যোগ দেবেন সংবাদ সম্মেলনে।


মন্তব্য করুন