কাজী মারুফের ‘ইভটিজিং’ কাজী হায়াৎ-এর শেষ ছবি
কাজী হায়াৎ পরিচালিত এবং কাজী মারুফ অভিনীত সিনেমা ‘ইভটিজিং‘-ই হবে কাজী হায়াৎ এর শেষ পরিচালনা – এমনটিই জানিয়েছেন পরিচালক স্বয়ং। কাজী হায়াৎ মনে করছেন তার পরিচালিত সকল চলচ্চিত্রের মধ্যে ‘ইভটিজিং’ সেরা ছবি, তাই এর পর আর কোন চলচ্চিত্র তিনি পরিচালনা করবেন না।
প্রতিবাদী যুব্ক চরিত্রে জনপ্রিয় নায়ক মারুফ তার অভিনীত প্রথম ছবি ‘ইতিহাস’ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ইভটিজিং চলচ্চিত্রেও মারুফ একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করছেন। মারুফ ছাড়া ইভটিজিং এ আরও অভিনয় করছেন তমা মির্জা. মিজু আহমেদ, কাজী হায়াৎ প্রমুখ।
সূত্র: মানবজমিন
nice?????????