Select Page

কাজী রোজীর কবিতায় চলচ্চিত্র

কাজী রোজীর কবিতায় চলচ্চিত্র
05.jpg_11476.05কবি কাজী রোজীর কবিতা ‘আমার পিরানের কোন মাপ নেই’ অবলম্বনে শহীদুল হক খান নির্মাণ করছেন একই শিরোনামের চলচ্চিত্র।
চলচ্চিত্রে গুরু-শিষ্য চরিত্রে অভিনয় করলেন সোহেল রানা এবং নবাগত মিতুল। বিক্রমপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ শেষ হয়েছে।
করুণাময়ী প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন কবি কাজী রোজী, ব্যান্ডতারকা মাকসুদ, হুমায়ুন আজাদ তনয়া মৌলি আজাদ, শামীম হোসেন, খায়রুল আলম সবুজ, ফেরদৌসী লীনা, এসএম মোহসীন, সিরাজ হায়দার প্রমুখ। এই চলচ্চিত্রে সোহেল রানা অভিনয় করেছেন ‘মধু বাউল’ চরিত্রে যার একনিষ্ঠ ভক্ত-শিষ্য ‘মিতুল’।
সোহেল রানার বিপরীতে মৌলি আজাদ এবং মিতুলের বিপরীতে নবাগতা রানী অভিনয় করেছেন।


মন্তব্য করুন