Select Page

কানে ঐতিহাসিক অর্জন ‘আলী’র

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল বিভাগে মনোনয়ন পাওয়া বাংলাদেশি ছবির জন্য পুরস্কার পাওয়ার মতো! সেখানে পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এ আসরে স্পেশাল জুরি ম্যানশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) জিতেছে আদনান আল রাজীবের ‘আলী’। ছবিটি উৎসবের ৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্থান করে নিয়েছিল এবং বাংলাদেশ থেকে এ বিভাগে প্রথম কোনো মনোয়নয়।

‘আলী’ কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। পরদিন উৎসবের সমাপনী আয়োজনে আসে স্পেশাল জুরি ম্যানশনের ঘোষণা।

১৮ বছর ধরে ঢাকাই ইন্ডাস্ট্রির বিজ্ঞাপন ও নাটকের জগতে জনপ্রিয় নাম আদনান আল রাজীব। তার পরিচালিত ‘আলী’র দৈর্ঘ্য ১৫ মিনিট। এর মাধ্যমে কানে অফিসিয়াল বিভাগে বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রথম মনোনয়ন পেয়েছে।

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন আদনান আল রাজীব। তখন টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি।


Leave a reply