Select Page

কান উৎসবে জয়া

কান উৎসবে জয়া

joya৬৬তম কান উৎসবে যোগদানের জন্য জয়া আহসান এখন ফ্রান্সে। গত ২১ মে তিনি কান শহরে পৌছেছেন। ২২ মে রবার্ট রেডফোর্ড অভিনীত ‘অল ইজ লস্ট’ ছবির প্রিমিয়ারে যোগ দিয়েছেন তিনি। দেশ নিয়ে কিছু বিড়ম্বনাও পোহাতে হচ্ছে তাকে। ভারত নয়, বাংলাদেশ থেকে এসেছেন – সেই কথা বলতে হচ্ছে সবাইকে।

আগামী ২৬ মে কান চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, একজন বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে জয়া আহসানকে আমন্ত্রন জানানো হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো


মন্তব্য করুন