কালার অব লাভ
‘রেড : কালার অব লাভ’ চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ছবির নাম। গেল সপ্তাহে টাঙ্গাইলের জমিদার বাড়িতে ছবিটির শুটিং শুরু হয়েছে। মঙ্গলবার থেকে যমুনা রিসোর্টে গানের শুটিং চলছে। ছবিতে অপুর বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। এ ছবিটি সম্পর্কে অপু বলেন, ‘সম্পূর্ণ ভালোবাসার গল্প নিয়েই ছবিটি নির্মিত হচ্ছে। গল্পে ভিন্নতা আছে। আমি চেষ্টা করছি দর্শকদের আরও ভালো কিছু উপহার দেয়ার।’
এ ছবি ছাড়াও সম্প্রতি অপু শুটিং শেষ করেছেন বদিউল আলম খোকনের পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ শিরোনামের একটি ছবির। রেড : কালার অব লাভ ছবির পাশাপাশি ওয়াকিল আহমেদের ‘শোধ’ ছবির শুটিংও করছেন তিনি। হাতে রয়েছে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘সালাম মালয়েশিয়া’ ছবিটি। ১৪ ফেব্র“য়ারি থেকে শুটিং শুরু করবেন শাকিব খানের প্রথম প্রযোজিত ছবি ‘রাজা হ্যান্ডসাম’।
চলচ্চিত্রের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে অপু বলেন, ‘মাঝের বিরতির সময়টুকুতে নিজেকে ভাঙার চেষ্টা করেছি। নতুন করে উপস্থাপন করার জন্য এ সময়টুকু আমার দরকার ছিল। আশা করছি নতুনভাবেই ফিরে আসতে পেরেছি দর্শকদের মাঝে।’
সূত্র: যুগান্তর





