Select Page

‘কিস্তিমাত চেকমাত’

‘কিস্তিমাত চেকমাত’

20130611-suvoনির্মাতা আশিকুর রহমান   ‘কিস্তিমাত চেকমাত’ নামের নতুন একটি ছবিতে আরেফিন শুভআঁচলকে  চুক্তিবদ্ধ করেছেন। এ ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর ও টাইগার রবি। ১৫ মার্চ এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে।

এ বিষয়ে নির্মাতা আশিকুর রহমান মানবজমিনকে বলেন, এটি একটি রোমান্টিক অ্যাকশন গল্পের ছবি। ছবিটির বেশিরভাগ শুটিং হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। এছাড়া নেপাল ও ব্যাংককেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আশা করছি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবে আমার ছবিতে।

উল্লেখ্য, নির্মাতা আশিকুর রহমান একজন পেশাদার চিত্রগ্রাহক। এরই মধ্যে তিনি ছোটপর্দার অভিনেতা অপূর্বকে নিয়ে নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্ন’। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


মন্তব্য করুন