Select Page

কৃষ্ণপক্ষে তারা সংলাপহীন

কৃষ্ণপক্ষে তারা সংলাপহীন

riaz-mahi

কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন দুই সময়ের দুই জনপ্রিয় তারকা রিয়াজমাহি। বুধবার রাতে প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নির্মাতা মেহের আফরোজ শাওন রেখেছেন দারুণ মজা।

সিনেমাটিতে বেশকটি গান রয়েছে, তাও একই নামের উপন্যাসটির রচয়িতার হুমায়ূন আহমেদের লেখা। তেমন দুটি গানে পারফর্ম করতে দেখা যায় রিয়াজ ও মাহিকে। কিন্তু তাদের কোনো সংলাপ রাখা হয়নি ট্রেলারে। শুধুমাত্র বিভিন্ন দৃশ্যের অভিব্যক্তি দিয়ে হাজির করা হয়েছে দুই তারকাকে। তবে ‘কৃষ্ণপক্ষ’র অন্যান্য অভিনয় শিল্পীদের সংলাপ শোনা গেছে।

সিনেমাটির দৃশ্যায়নও চমৎকার। বৃষ্টি ও গাড়ি দুর্ঘটনার দৃশ্য দুটি দর্শকের চোখে লেগে থাকবে। ‌‘কৃষ্ণপক্ষ’র অন্যান্য চরিত্রে আছেন ফেরদৌস, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, স্বাধীন খসরু, মৌটুসী বিশ্বাস ও আরফান আহমেদ।

২৬ ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় থাকা ট্রেলারের দৈর্ঘ্য পৌনে দুই মিনিট। অনেকদিন ধরে দর্শকের অভিযোগ ট্রেলারে সিনেমার পুরো কাহিনী বলে দেওয়া হয়। সে তুলনায় অতিপঠিত উপন্যাসের চিত্ররূপের ট্রেলার সংক্ষিপ্ত হওয়া প্রশংসার দাবিদার।


মন্তব্য করুন