Select Page

কৃষ্ণপক্ষ : দ্বিতীয় সপ্তাহের হল তালিকা

কৃষ্ণপক্ষ : দ্বিতীয় সপ্তাহের হল তালিকা

krishnopokko-mahi

মেহের আফরোজ শাওনেরকৃষ্ণপক্ষ’ মুক্তি পেয়েছে ২৬ ফেব্রুয়ারি। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ১৩টি প্রেক্ষাগৃহে।

‘কৃষ্ণপক্ষ’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, মাহি, তানিয়া আহমেদ ও আজাদ আবুল কালাম। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ছবিটির পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

প্রথম সপ্তাহে ‘কৃষ্ণপক্ষ’ ১৬টি হলে মুক্তি পায়। যে সকল হলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে : স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), শ্যামলী ডিজিটাল সিনেমা (ঢাকা), ছায়াবানী (ময়মনসিংহ), শংখ (খুলনা), মডার্ন (দিনাজপুর), মমতাজ (সিরাজগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), তিতাস (পটুয়াখালী), চিত্রালী (খুলনা), বর্ষা (জয়দেবপুর), রাজ (কুলিয়ার চর)।


মন্তব্য করুন