Select Page

কোথায় দেখবেন ‘কৃষ্ণপক্ষ’ (৩য় সপ্তাহ)

কোথায় দেখবেন ‘কৃষ্ণপক্ষ’ (৩য় সপ্তাহ)

krishnopokko-mahi

হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পেয়েছে ২৬ ফেব্রুয়ারি। মেহের আফরোজ শাওনের সিনেমাটি তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হবে ১০টি প্রেক্ষাগৃহে।

‘কৃষ্ণপক্ষ’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, মাহি, তানিয়া আহমেদ ও আজাদ আবুল কালাম।

হল তালিকা : স্টার সিনেপ্লেক্স (ঢাকা, তৃতীয় সপ্তাহ), যমুনা ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা, তৃতীয় সপ্তাহ), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা, তৃতীয় সপ্তাহ), শ্যামলী ডিজিটাল সিনেমা (ঢাকা, তৃতীয় সপ্তাহ), ছায়াবানী (ময়মনসিংহ, দ্বিতীয় সপ্তাহ), শংখ (খুলনা, দ্বিতীয় সপ্তাহ), চন্দ্রিমা (শ্রীপুর, দ্বিতীয় সপ্তাহ), বর্ষা (জয়দেবপুর, দ্বিতীয় সপ্তাহ), সোনিয়া (বগুড়া) ও তাজ (গাইবান্ধা)।


মন্তব্য করুন