Select Page

কোটাবিরোধী আন্দোলনে ভাইরাল সিনেমার দৃশ্য, দেখুন…

কোটাবিরোধী আন্দোলনে ভাইরাল সিনেমার দৃশ্য, দেখুন…

দুইদিন ধরে টক অব দ্য কান্ট্রি ‘কোটাবিরোধী আন্দোলন’। ঢাকা থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছে এর রেশ। আর সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে বাংলা সিনেমার একটা ক্লিপ।

বর্তমান সময়ে বাংলা সিনেমা অনেক ধরনের সেন্সর নিয়মনীতির মধ্য দিয়ে যাচ্ছে। কী বলা যাবে আর যাবে না— তা খুবই কড়া। সেই সময় মালেক আফসারী পরিচালিত ‘বোমা হামলা’র ক্লিপ ছড়িয়ে দিয়েছেন অনেকে। তা দেখেই অনেক প্রশ্ন জমা হয়েছে। অনেকে সাধুবাদ জানান, প্রাসঙ্গিকতা নিয়ে।

কোটার পক্ষ-বিপক্ষ নিয়ে নানান ধরনের তর্ক চালু আছে। তবে বিপক্ষের পাল্লায় ভারি। তেমনটা উঠে এসেছে ‘বোমা হামলা’র ওই ক্লিপে।

সেখানে দেখা যায়, আত্মহত্যা করতে চাওয়া একদল তরুণের বিচার হচ্ছে আদালতে। আইন অনুযায়ী আত্মহত্যা অপরাধ। তেমন তর্কের মধ্যে তরুণরা জানায়, তারা চাকরি প্রার্থী হিসেবে নায্য বিচার পাচ্ছে না। কোটার কারণে বঞ্চিত হয়েছে অধিকার থেকে।

এ নিয়ে চলে সাওয়াল-জবাব। তরুণরা মিছিল করতে করতে আদালত থেকে বের হয়ে যায়। পরে বিচারকের নির্দেশে গুলি করে কয়েকজনকে মেরে ফেলে পুলিশ। এ নিয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। একজন রাজনৈতিক নেতাকে (ডিপজল) দেখা যায় পুলিশকে থাপ্পড় দিতে (আজকের দিনে সিনেমায় এমন দৃশ্য দেখার কথা কল্পনাও করেত পারবেন না)।

‘বোমা হামলা’ মুক্তি পায় ২০০২ সালে। প্রধান চরিত্রে অভিনয় করেন মান্না। তাকে দ্বৈত চরিত্রে দেখা যায়। বিপরীতে ছিলেন সিমলা ও ময়ূরী।

এ সিনেমা নিয়ে ফেসবুকে মালেক আফসারী লেখেন, ‘রাজনীতি নিয়ে এটাই আমার প্রথম ছবি… এই ছবিতে জঙ্গিরা হলের ভেতরে বোমা হামলা করে… oh নিরীহ কিছু মানুষ প্রাণ হারায় আর আমি ব্যবসায় লস্ করি, তবে পরে ভয় কেটে গেলে দর্শক আবার হলমুখী হন, লস লাভে পরিণত হয়।’


মন্তব্য করুন