Select Page

কোথায় দেখবেন ‘এক রাস্তা’?

কোথায় দেখবেন ‘এক রাস্তা’?

one-way

ইফতেখার চৌধুরীর পরিচালনায় ২১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘এক রাস্তা— ওয়ান ওয়ে’। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, ববি ও আনিসুর রহমান মিলন। বৃহস্পতিবার পাওয়া তথ্যে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ৮২টি প্রেক্ষাগৃহে। তবে ‘আয়নাবাজি’র কারণে কিছু হল অদল-বদল হতে পারে।

ঢাকা : অভিসার, রাজমনি, পূনম, চিত্রামহল, বিজিবি, আনন্দ, মুক্তি, এশিয়া, নিউ গুলশান, সৈনিক ক্লাব, পূরবী, গীত ও মতিমহল।

ঢাকার বাইরে : বিজিবি-সিলেট, গুলশান-নারায়নগঞ্জ, দর্শন-ভৈরব, দুলাল-ফেনী, বানী-পাবনা, মনোয়ার-জামালপুর, কাকলী-শেরপুর, গৌরী-শাহজাদপুর, মৌসুমী-সিরাজগঞ্জ, বর্ষা-জয়দেবপুর, পূর্বাশা-সান্তাহার, পান্না-মুক্তারপুর, চাঁদমহল-কাঁচপুর, প্রিয়া-ঝিনাইদহ, হিরামন-নেত্রকোণা, মোহনা-কোনাবাড়ি, মোহন-হবিগঞ্জ, ঝর্ণা-দাউদকান্দি, ভাই ভাই-দেওয়ানগঞ্জ, কল্লোল-মধুপুর, কেয়া-টাঙ্গাইল, ফালগুনী-নগরপুর, কানন-সাগরদি, শাহিন-বল্লা বাজার, নন্দীতা-গাজীপুর, শাপলা-শ্রীপুর, ক্লিওপেট্রা-ধুনট, শাপলা-ভালুকা, অন্তরা-নালীতাবাড়ি, রাজু-ঈশ্বরদি, ছন্দা-কালীগঞ্জ, লাইট হাউজ-পারুলিয়া, অনামিকা-পিরোজপুর, রংধনু-পিরোজপুর, নসীব-শান্তাহার, সোনালী-খোড়াঘাট, আয়না-আক্কেলপুর, জনতা-জলঢাকা, রাধানাথ-শ্রীমঙ্গল, মুন-হোমনা, পলাশ-লাকশাম, শঙ্খ-খুলনা, বিজিবি-ময়মানসিংহ, মনিহার-মাধবপুর, সাগরিকা-চালা, রুমা-মুক্তাগাছা, লালমনি-লালমোহন, অন্তরা-মেলান্দহ, উর্বশী-ফুলবাড়ি, চাঁদনী-ভাঙ্গা, রাজমনি-বোরহানুদ্দিন, সাগরী-চরফেশ্যান, আনন্দ-দৌলতখাঁ, সাধনা-রাজবাড়ি, জয়-সমসের নগর, গ্যারিশন-কুমিল্লা ক্যান্টনমেন্ট, আনন্দ-কুলিয়ারচর, চন্দ্রীমা-শ্রীপুর, বনানী-কুষ্টিয়া, ময়ূরী-বাগআচড়া, জিকো-নাগেশ্বরী, রাজলক্ষী-পাতারহাট, সোহাগ-শটিবাড়ি, বৈশাখি-বাউফল ও কথাচিত্র-কটিয়াদি।


মন্তব্য করুন