Select Page

কোথায় দেখবেন ‘কৃষ্ণপক্ষ’

কোথায় দেখবেন ‘কৃষ্ণপক্ষ’

riaz-mahi

কৃষ্ণপক্ষ’ মুক্তি পাচ্ছে শুক্রবার।  হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।  মেহের আফরোজ শাওনের পরিচালনায় অভিনয় করেছেন রিয়াজমাহি

‌দর্শকদের অনেক প্রত্যাশা থাকলেও মাত্র ১৬টি হলে মুক্তি পাচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। এবার দেখে নিন হল তালিকা-

ঢাকার সিনেমা হল :  স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার, বলাকা, শ্যামলী, অভিসার, পূর্ণিমা।

ঢাকার বাইরে সিনেমা হল : বনলতা (ফরিদপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), চন্দনা (জয়দেবপুর), ছায়াবাণী (নাটোর), কল্লোল (মধুপুর), কেয়া (টাঙ্গাইল), মমতা (মাধবদি), রাজিয়া (নাগরপুর, টাংগাইল), রূপকথা (পাবনা) ও সাগরিকা (চালা, সিরাজগঞ্জ)।

 


মন্তব্য করুন