কোথায় দেখবেন ‘মুসাফির’ (হল তালিকা)
সারাদেশে মুক্তি পেল আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’। ৮১ সিনেমা হলে দেখা যাবে আরিফিন শুভ ও নবাগত মারজান জেনিফার সিনেমাটি।
মুসাফিরের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ পরিচালক আশিকুর রহমানের। চিত্রগ্রহণও তিনিই করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, ইমরান ও নাভেদ। নৃত্য পরিচালনা করেছেন আরিফ রোহান। আরো অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস, প্রসূন আজাদ, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, সোহেল রানা, রেবেকাসহ অনেকে।
এবার দেখা নিন হল তালিকা। ঢাকা : এশিয়া, স্টার সিনেপ্লেক্স, বলাকা, জোনাকি, মধুমিতা, অভিসার, চিত্রামহল, আনন্দ, বিজিবি, মুক্তি, শ্যামলী, সনি, ব্লকবাস্টার সিনেমাস, পুনম, সেনা অডিটোরিয়াম, শাহিন, পুরবী ও গীত।
ঢাকার বাইরে : সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), চিত্রালী (খুলনা), শাপলা (রংপুর), বনানী (কুষ্টিয়া), সংগীতা (সাতক্ষীরা), নবীন (মানিকগঞ্জ), মণিহার (যশোর), উল্কা (জয়দেবপুর), রূপকথা (পাবনা), অবসর (বিরামপুর), মিলন (মাদারীপুর), লালমনি (লালমোহন), অভিরুচি (বরিশাল), বিউটি (দৌলতখাঁ), নন্দিতা (শিমুলতলি), উপহার (রাজশাহী), সনিয়া (বগুড়া), নাজমা (জয়পুরহাট), মুন (হোমনা), ছবিঘর (ঝিনাইদহ), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), শাহিন (বল্লাবাজার), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মনোয়ার (জামালপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), তিতাস (পটুয়াখালী), হিরামন (নেত্রকোণা), শাপলা (ভালুকা), বনলতা (ফরিদপুর), মোহনা (কোনাবাড়ি), শঙ্খ সিনেমা (খুলনা), নন্দিতা (সিলেট), মানসী (কিশোরগঞ্জ), মেঘনা (আশুগঞ্জ), আলমাস (চট্টগ্রাম), মনোয়ার (জামালপুর), গারিসন (ময়নামতি), রুনা (চালাকচর), মোহন (হবিগঞ্জ), আলিম সিনেমা (মঠবাড়িয়া), আলিম সিনেমা (খেপুপাড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মমতা (মাধবদী), ছায়াবানী (ময়মনসিংহ), অবসর (ভোলা), চিত্রমনি (বোরহানউদ্দিন), ভাই ভাই (সখিপুর), কানন (সাগরদিঘী), ফাল্গুনী (নাগরপুর), সাগরিকা (চালা), কাকলী (শেরপুর), ছন্দা সিনেমা (হাসনাবাদ), সাগর (কালিয়াকৈর), সাধনা (রাজবাড়ি), মৌসুমী (সিরাজগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গী), চাঁদমহল (কাঁচপুর) ও বনালী (শাহাজাদপুর)।