Select Page

ক্যানসারের সঙ্গে লড়ছেন ফুয়াদ

ক্যানসারের সঙ্গে লড়ছেন ফুয়াদ

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে প্রকাশ করা এক ভিডিও বার্তার শুরুতেই জনপ্রিয় সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির  বলেন, ‘আমি আপনাদের সঙ্গে একটা মেসেজ সরাসরি শেয়ার করতে চাই। আমি চাই না আপনারা, আমার বন্ধুরা, ফ্যামিলি মেম্বাররা কোনো নিউজ পেপার থেকে এই খবরটি শোনেন।’

এরপরই তিনি জানান, সম্প্রতি তার পুরো শরীরের চেকআপের পর থাইরয়েড ক্যানসারের জীবাণু ধরা পড়েছে। তবে সেটি এখন কোন পর্যায়ে আছে তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। সেই প্রক্রিয়া চলছে এখন। শিগগিরই অপারেশনে যেতে হতে পারে।

ফুয়াদ সবাইকে আশ্বস্ত করে এটাও বলেন, ‘থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যানসারের মধ্যে কম ঝুঁকিপূর্ণ। অন্য যে কোনো ক্যানসারের চেয়ে এটা সারভাইবাল রেট সর্বোচ্চ। সো ইনশাল্লাহ আমি ভালো হয়ে উঠবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন ফুয়াদ। তবে দেশীয় সংগীতের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বরাবরই।  কয়েক আগে প্রকাশ হয়েছে তার সংগীতায়োজনে হাবিব ওয়াহিদের সিঙ্গেল ‘চলো না’।


মন্তব্য করুন