Select Page

খলনায়ক শতাব্দী ওয়াদুদ

খলনায়ক শতাব্দী ওয়াদুদ

Shatabdi wadudগেরিলা চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন শতাব্দী ওয়াদুদ। গেরিলার পরে আরও একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও খলনায়ক চরিত্রে অভিনয় করেন নি তিনি। তবে নতুন খবর হল শতাব্দী ওয়াদুদ আবার খলনায়ক চরিত্রে ফিরছেন।

ছবির নাম চোখের দেখা। পরিচালনা করছেন পি এ কাজল। গত শুক্রবার ঢাকা বক্সিং স্টেডিয়ামে পি এ কাজল পরিচালিত চোখের দেখা ছবির শুটিংয়ে অংশ নেন শতাব্দী।

খলনায়ক চরিত্রে অভিনয় প্রসঙ্গে শতাব্দী বলেছেন, ‘আমি একজন অভিনেতা। সব ধরনের চরিত্রের মধ্য দিয়েই হাঁটতে চাই। তবে আমার কাছে মনে হয়, খলনায়ক চরিত্রে নিজেকে উজাড় করে অভিনয় করা যায়।’


মন্তব্য করুন