Select Page

‘খুব নরমভাবে সংলাপগুলো বলে যাও’

এফডিসিতে চিত্রনায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের ফাকা জায়গায় বড় বড় বাড়িঘর, দোকানপাট, পার্ক – থ্রি স্টার হোটেলের সাইনবোর্ডও দেখা যায়। কৃত্রিম শহুরে পরিবেশে শ্যুটিং চলছে ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবির, পরিচালক মালেক আফসারী। গোয়েন্দা অফিসার তানভীর আসামী ধরতে এসেছে – দৃশ্যের শ্যুটিং চলছিল তখন। ফুল অ্যান্ড ফাইনালে শাকিব খান অভিনয় করছেন।

বেলা একটার দিকে জসীম ফ্লোরের সামনে গাড়ি থেকে নেমে শাকিব খান ঢুকে গেলেন গ্রীন রুমে। দেখা হতেই জানালেন, সকালের খাবার খাচ্ছেন বেলা একটায়, খেয়েই শট দিতে যেতে হবে।

সূত্র: এফডিসিতে একচক্কর রিপোর্ট, দৈনিক প্রথম আলো


মন্তব্য করুন