Select Page

খোকনের সেবায় শাবানা

খোকনের সেবায় শাবানা

45627_e5গুণী-মেধাবী ও সাহসী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন বর্তমানে চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। তার পাশে এসে দাড়িয়েছেন খোকন পরিচালিত অনেক ছবির প্রধান অভিনেত্রী জীবন্ত কিংবদন্তী শাবানা

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের বরাতে জানা গিয়েছে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসরত শাবানা শহীদুল ইসলাম খোকনের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন এবং সেখানকার বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন।

খোকন বর্তমানে কন্ঠনালির সমস্যায় আক্রান্ত। চিকিৎসার উদ্দেশ্যে তিনি ১১ সেপ্টেম্বর তারিখে আমেরিকায় গমন করেন। শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক শহীদুল ইসলাম খোকনের চিকিৎসা জন্য খোঁজ-খবর নেয়াসহ বিভিন্ন সহযোগিতা করায় খোকনের পরিবার এবং পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


মন্তব্য করুন