Select Page

‘গহীন বালুচর’র রিভিউ লিখে সহকারী হওয়ার সুযোগ

‘গহীন বালুচর’র রিভিউ লিখে সহকারী হওয়ার সুযোগ

প্রচারণা কৌশল হিসেবে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে ‘গহীন বালুচর‘ টিম। সিনেমাটির রিভিউ লিখে পরিচালক বদরুল আনাম সৌদের সহকারী হওয়ার সুযোগ পাওয়া যাবে পরবর্তী সিনেমায়। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ফেসবুকে সিনেমাটির পাতায়।

সেখানে লেখা হয়–

শুরু হয়েছে বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’ এর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ইভেন্ট ‘রিভিউ দাও… নির্মাতা হবার স্বপ্ন পূরণে এগিয়ে যাও’ যেটি চলবে ১৯ই অক্টোবর পর্যন্ত। ইভেন্টটি পুরোপুরি ‘গহীন বালুচর’ চলচ্চিত্রকেন্দ্রিক যেখানে আমরা আহ্বান করছি আপনাদের গঠনমূলক সমালোচনা, চুলচেরা বিশ্লেষণ বা সুচিন্তিত অভিমত।
দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের মধ্য হতে আমরা বাছাই করব সেরা ৩জন সমালোচক, যাদেকে বদরুল আনাম সৌদ এর পরবর্তি কাজে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুবর্ণ সুযোগ দেয়া হবে।
তাই দেরী না করে আজই আমাদের শেয়ার করা ট্রেলার, টিজার আর গানগুলোর ভিডিও দেখুন এবং আপনার মতামত, বিশ্লেষণ বা সমালোচনা আমদেরকে জানান।
জানানোর মাধ্যমগুলো হল-
১। ভিডিওর ক্ষেত্রেঃ
আপনার ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে সেই ভিডিওটির লিংক অথবা সরাসরি ভিডিও করে আমাদের অফিশিয়াল পেইজে/মেইলে পাঠান।
আমাদের অফিশিয়াল পেইজের লিংকঃ
www.facebook.com/gohinbaluchorfilm
আমাদের অফিশিয়াল ই-মেইলঃ
[email protected]
২। লিখিত মতামতের ক্ষেত্রেঃ
আপনার লিখিত মতামত আমাদের অফিশিয়াল পেইজে/মেইলে/চিঠি লিখে পাঠান।
চিঠি লেখার ঠিকানাঃ
বাড়ি নং #৩, রোড #০৩এ, সেক্টর #০৫, উত্তরা, ঢাকা-১২৩০।


মন্তব্য করুন