Select Page

গানেও কি সফল পূর্ণিমা? (ভিডিও)

গানেও কি সফল পূর্ণিমা? (ভিডিও)

সম্প্রতি অনুষ্ঠিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১২তম আসরে সংগীত পরিবেশন করে চমকে দিয়েছেন পূর্ণিমা। এ নায়িকার কণ্ঠ শুনে কারো মনে হয়নি তিনি সংগীতে নিয়মিত হন। এ বিষয়ে আপনাদের মতামত কী?

ওই অনুষ্ঠানে ১৮টি ক্যাটাগরিতে নবীন-প্রবীণ সংগীতশিল্পীদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি ছিল নামি তারকাদের পরিবেশনা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পূর্ণিমার গান। সেই ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে।

অনুষ্ঠানে ইমরানের সঙ্গে জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ পরিবেশন করেন পূর্ণিমা। সাথে ছিল চমৎকার কোরিওগ্রাফি। নৃত্য পরিচালনা করেন তানজিল আলম। পূর্ণিমা ও ইমরানকে সঙ্গ দেন ঈগল ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পী। পোশাক পরিকল্পনা করেন রামিম।

বেশ কয়েক বছর ধরে বড়পর্দায় নেই পূর্ণিমা। তবে নিয়মিতই দেখা যাচ্ছে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে। সম্প্রতি সঞ্চালক হিসেবে কয়েকটি অনুষ্ঠান হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছেন পূর্ণিমা। এবার তাকে পাওয়া গেল গায়িকা হিসেবে।


মন্তব্য করুন