Select Page

গানের এককে ইরিন

Irinমৌসুমীর ছোট বোন ইরিনে একটু সংযত সবসময়ই। নাটক-চলচ্চিত্রের প্রস্তাবও ভদ্রভাবে ফিরিয়ে দেন। নিভৃতচারী এই শিল্পীর গানের গলাও দারুন। দীর্ঘদিন পর ইরিন জামান তার কোন একক অ্যালবামের কাজ শুরু করেছেন। অ্যালবামের আয়োজক টিভি নির্মাতা মাইনুল হাসান খোকন। অ্যালবামে সংগীত পরিচালনার কাজ করছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু ও তানভীর তারেক। এ ছাড়া দেশের জনপ্রিয় গীতিকার এই অ্যালবামে গান লিখবেন। প্রতিটি গানের একটি এক্সক্লুসিভ ভিডিও তৈরি করবেন নির্মাতা খোকন। তবে কোন ব্যানার থেকে অ্যালবামটি রিলিজ হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।

সূত্র: ইত্তেফাক


মন্তব্য করুন