Select Page

গিয়াস উদ্দিন সেলিমের পরের ছবি ‘অপারেশন জ্যাকপট’

গিয়াস উদ্দিন সেলিমের পরের ছবি ‘অপারেশন জ্যাকপট’

ব্যবসায়িক সাফল্য নিশ্চিত না হলেও দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে দর্শক-সমালোচকদের ভালোবাসা কুড়োচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম। মুক্তির দুই সপ্তাহ না পেরুতে শোনা যাচ্ছে পরের প্রজেক্টের খবর।

বছর খানেক ধরে শোনা যাচ্ছে, রূপালি পর্দায় দেখা যাবে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক অবদান এবং অকুতোভয় বীর বাঙ্গালি নৌ-কমান্ডোদের দুঃসাহসী অভিযান ‘অপারেশন জ্যাকপট’।

মূলত নৌ-কমান্ডোদের ‘অপারেশন জ্যাকপট’ নিয়েই আবর্তিত হবে এই ছবির গল্প। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত হবে এই চলচ্চিত্র। ইতোমধ্যে চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক ও পরিচালক হিসেবে গিয়াস উদ্দিন সেলিমকে নিয়োগ দেওয়া হয়েছে। খবরটি দিয়েছে কালের কণ্ঠ।

জাতীয় সংসদ ভবনে বুধবার (১৮ এপ্রিল) নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মো. নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মমতাজ বেগম এডভোকেট ও বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন অংশ নেন।

শিগগিরই এই চলচ্চিত্রের নামসহ অন্যান্য শিল্পী-কলাকুশলীদের সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেয়া হবে বলে বৈঠকে জানানো হয়।


Leave a reply