Select Page

গোলাম মুস্তফা’র মৃত্যুবার্ষিকী

গোলাম মুস্তফা’র মৃত্যুবার্ষিকী

1780742_471324799656505_2114549365_nকিংবদন্তী অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তফা’র ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিএমডিবি পরিবার।

অভিনেতা গোলাম মুস্তাফা ১৯৩৫ সালের ২ মার্চ খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও উর্দু মিলে প্রায় তিনশ চলচ্চিত্রে  অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য উর্দু চলচ্চিত্র হচ্ছে ‘পীরিত না জানে রীত’, ‘কাজল’, ‘চোখাই’, ‘চান্দা’, ‘তালাশ’। বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলিবাবার চল্লিশ চোর’, ‘রাজধানীর বুকে’, ‘নিজেকে হারায়ে খুজি’, ‘রক্তাক্ত বাংলা’, ‘রূপালী সৈকতে’, ‘সীমানা পেরিয়ে’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সূর্যসংগ্রাম’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘শুভদা’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘ধীরে বহে মেঘনা’, ‘চন্দ্রনাথ’, ‘দেবদাস’ ইত্যাদি। তিনি অনেক নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক সম্মানে ভুষিত হন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কারও লাভ করেন।


মন্তব্য করুন